ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
৪৬৪

আইরিশদের উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৯ ১৬ মার্চ ২০২১  

শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে খালি হাতে ফিরল আয়ারল্যান্ড উলভস (আয়ারল্যান্ড ‘এ’ দল)। চারদিনের টেস্টে হার। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর  টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ইমার্জিং দলের কাছে হারল সফরকারীরা। মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়েছে সাইফ হাসানের দল।

 

সাইফ, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৪/৭ রান করে ইমার্জিং দল। পেসার সুমন খানের দাপুটে বোলিংয়ে পুরো ২০ ওভার টিকতে পারেনি উলভস। ১৮.১ ওভারেই ১৫৪ রানে অলআউট হয় আইরিশরা।


বোলিংয়ে আইরিশদের ব্যাটিং লাইন আপে ধস নামান সুমন খান। ২১ বছর বয়সী এই ডানহাতি পেসার পুরো ৪ ওভারও বল করেননি । ৩.১ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ২ উইকেট শিকার করেন ৩৭ রান খরচায়। অফস্পিনার তানভীর ইসলামেরও শিকার ২ উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর